সংবিধানের ধারা ১ - ১২২
👉ভারতীয় সংবিধানের ধারা ১ থেকে ১২২
ধারা : যে সকল বিষয় অন্তর্ভুক্ত
♦ 1 ভারতের ইউনিয়ন ও ভূখণ্ডগত এলাকা ।
♦ 2 নতুন রাজ্যের সূচনা ও গঠন ।
♦ 3 রাজ্যের সীমানা পরিবর্তন বা ভূখন্ড গত এলাকার পরিবর্তন ও রাজ্যের নাম পরিবর্তন ।
♦ 4 নতুন রাজ্যের সূচনা , রাজ্যের সীমানা পরিবর্তন- ইত্যাদির জন্য সংবিধানের প্রথম ও চতুর্থ তপশীলের সংশোধন জনিত ব্যবস্থা ।
♦ 8 যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যাক্তি ভারতের বাইরে বসবাস করছে তাদের বিশেষ নাগরিকত্বের অধিকার প্রদান ।
♦ 9 যে সমস্ত ব্যাক্তি বিদেশী কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহন করেছে তারা ভারতীয় নাগরিক হিসাবে গন্য হবেন না ।
♦ 10 নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয় ।
♦ 12 রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা ।
♦ 13 মৌলিক অধিকারগুলির সাথে সংগতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য ।
♦ 14 সাম্যের অধিকার ।
♦ 15 জাতি ধর্ম , বর্ণ , স্ত্রী , পুরুষ , জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যেকোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণ ।
♦ 16 সরকারি চাকুরিতে পুরুষ ও মহিলাদের সমানাধিকার থাকবে ।
♦ 17 অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ ।
♦ 18 এই ধারার অধিনে ভারত সরকার 'ভারতরত্ন' ও 'পদ্মশ্রী' পুরষ্কার প্রদান করেন।
♦ 19 বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার । ২। শান্তিপূর্ণ ভাবে ও নিরস্ত্র ভাবে সমবেত হওয়ার অধিকার । ৩। সমিতি বা সঙ্ঘ গঠনের অধিকার । ৪। ভারতের সর্বত্র স্বাধিন ভাবে চলার অধিকার। ৫। ভারতীয় ভূখণ্ডের যেকোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। ৬। যেকোনো বৃত্তি অবলম্বন করার অথবা যেকোনো উপজীবিকা , ব্যাবসা বানিজ্য করবার অধিকার ।
♦ 20 কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না ।
♦ 21 জীবন ও ব্যাক্তিগত স্বাধীনতার সংরক্ষণ । কোনো ব্যাক্তিকে গ্রেফতার করা হলে তাকে যত শীঘ্র স ম্ভব গ্রেফতারের কারন জানাতে হবে এবং ২৪ ঘন্টার বেশী আটকে রাখা যাবেনা ।
♦ 21A প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান ।
♦ 22 গ্রেফতার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণ মূলক ব্যবস্থা । কোনো ব্যাক্তিকে গ্রেফতার করা হলে অতি সত্ত্বর গ্রেফতারের কারন জানানো ।
♦ 23 বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো , বেগার খাটানো নিষিদ্ধকরন ।
♦ 24 ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা , খনী বা অন্য কোনো বিপদজনক কাজে নিযুক্ত করা যাবে না ।
♦ 25 সকল ব্যাক্তিই সমান ভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম স্বীকার , ধর্মাচরন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে ।
♦ 26 প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে ।
♦ 27 ধর্মের কারনে কোনো ব্যাক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না ।
♦ 28 শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্র ছাত্রীদের অংশগ্রহনের বিষয়টি তাদের ইচ্ছাধীন ।
- 34 কোনো অঞ্চলের সামরিক আইন বলবৎ থাকাকালীন সেই অঞ্চলে মৌলিক
অধিকারের উপর বিধিনিষেধ আরপিত হতে পারে।
- 35 মৌলিক অধিকারগুলি রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রনয়ন।
রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ
(Directive Principles of State Policy)
(ধারা 36-51A)
- 36 রাষ্ট্রের সংজ্ঞা।
- 39A ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দিন-দরিদ্রদের জন্য বিনা অর্থে আইনগত সাহায্যদান।
- 40 পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা ও গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
- 43 জীবনধারণের উপযুক্ত মজুরী প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামের
কুটির শিল্পের প্রসার ইত্যাদি।
- 44 রাষ্ট্র সমগ্র ভারতে একই দেওয়ানী বিধি (Uniform Civil Code) প্রবর্তনের
চেষ্টা করবে।
- 45 ছয় বছর বয়সের নীচের সিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের শিক্ষার
জন্য বন্দ্যোবস্ত করতে হবে।
- 46 তপশিলী জাতি, তপশিলী উপজাতি ও অন্যান্য পশ্চাদপদ শ্রেনিগোষ্ঠীর
মানুষদের শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষন ও উন্নয়নের জন্য রাষ্ট্র সচেস্ট
হবে।
- 47 রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাবে ও পুষ্টিকর
খাদ্যের মান উন্নয়ন করবে।
- 48 কৃষিব্যবস্থা ও পশুপালন ব্যবস্থাকে রাষ্ট্র বিজ্ঞানসম্মত উপায়ে গড়ে তুলবে
এবং গাভী অন্যান্য গৃহপালিত পশুর হত্যা নিষেধ করবে।
- 48A রাষ্ট্র পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন ঘটাবে এবং বন ও বন্যপ্রনীর সংরক্ষণ
করবে।
- 49 রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির
সংরক্ষণ করবে।
- 50 রাষ্ট্র দেশের বিচারব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখবে।
- 51 রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করবে।
- 51A মৌলিক কর্তব্যসমূহ বা দায়িত্ব।
ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি
- 52 ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন।
- 53 কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষামতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হবে।
- 54 রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি।
- 55 রাষ্ট্রপতির নির্বাচনের ধরন।
- 56 রাষ্ট্রপতির শাসনকার্যের সময়কাল ও শর্ত। তিনি ৫ বছরের জন্য নির্বাচিত
হবেন।
- 57 রাষ্ট্রপতি পুনঃনির্বাচিত হতে পারেন।
- 60 রাষ্ট্রপতির শপথগ্রহন।
- 61 রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি সংক্রান্ত বিষয়।
- 62 রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি তাঁর পদে আসীন হন। তবে দু’মাসের
মধ্যে নতুন রাষ্ট্রপতির জন্য নির্বাচন করতে হয়।
- 63 ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন।
- 64 ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে (Ex-Officio) রাজ্যসভার চেয়ারম্যান
পদে আসীন হন।
- 65 রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদের দায়িত্বভার বহন করবেন উপরাষ্ট্রপতি
এবং উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি অনুপুস্থিত থাকালিন সময়ে রাষ্ট্রপতিপদে আসীন
হবেন।
- 66 উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি।
- 70 আকস্মিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষামতা ভোগ ও দায়িত্ব পালন।
- 72 রাষ্ট্রপতির ক্ষমাপ্রদর্শন করার ক্ষমতা।
কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ ও অ্যাটর্নি- জেনারেল (ধারা 74-78)
- 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেবার জন্য কেন্দ্রে একটি মন্ত্রীপরিষদ থাকবে।
- 75 কেন্দ্রীয় মন্ত্রীসভার গঠন প্রনালী।
- 76 ভারতে একজন অ্যাটর্নি- জেনারেল থাকবেন।
- 77 কেন্দ্রীয় সরকারের কার্যপ্রণালী বা শাসনপ্রনালী।
- 78 প্রধানমন্ত্রীর কর্তব্য রাষ্ট্রপতিকে সরকার বা মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত বিষয়ে
অবহিত করা।
ভারতীয় পার্লামেন্ট (ধারা 79-123)
- 79 পার্লামেন্টের গঠনতন্ত্র।
- 80 রাজ্যসভার গঠনপ্রণালী।
- 81 লোকসভার গঠনপ্রণালী।
- 82 জনগণনার পর পার্লামেন্টের উভয় কক্ষের আসন সংখ্যার পরিবর্তন বা
সংশোধন।
- 84 পার্লামেন্টের সদস্য হবার যোগ্যতা।
- 88 পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে অ্যাটর্নি- জেনারেল বক্তব্য
রাখতে পারবেন।
- 89 রাজ্যসভায় একজন চেয়ারম্যান ও একজন ডেপুটি চেয়ারম্যান থাকবেন।
- 93 লোকসভায় একজন স্পীকার ও একজন ডেপুটি স্পীকার থাকবেন।
- 97 লোকসভার স্পীকার ও ডেপুটি স্পীকার ও রাজ্যসভার চেয়ারম্যান ও
ডেপুটি চেয়ারম্যানের বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়। এঁদের বেতন ও
ভাতা দেওয়া হয় ভারতের সঞ্চিত ব্যয় তহবিল থেকে (Consolidated
Found of India) ।
- 99 পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহন।
- 100 পার্লামেন্টের ভোটদান পদ্ধতি ও কোরাম(Quorum) সংক্রান্ত বিষয়।
- 101 পার্লামেন্টের আসন শূন্য হলে।
- 106 পার্লামেন্টের সদস্যদের বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়াদি।
- 107 বিল উত্থাপন ও পাস সংক্রান্ত বিষয়।
- 108 বিশেষ ক্ষেত্রে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান।
- 110 কেন্দ্রীয় অর্থবিলের সংজ্ঞা।
- 112 সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়।
- 115 পার্লামেন্টের অতিরিক্ত ও সহায়ক অর্থ মঞ্জুর।
- 117 অর্থ বিষায়ক বা রাজস্ব বিল (Financial bill) সংক্রান্ত বিষয়।
- 118 পার্লামেন্টের আইন পেশের পদ্ধতি।
- 120 পার্লামেন্টে ব্যবহৃত ভাষা।
- 122 পার্লামেন্টের কার্যাদিসমূহ আদালতের এক্তিয়ারভক্ত বিষয় নয়।
সংবিধানের ধারা ১ - ১২২
Reviewed by Wisdom Apps
on
আগস্ট ০৬, ২০১৮
Rating:
S447
উত্তরমুছুনধর্ষন
উত্তরমুছুনচুরি করা
উত্তরমুছুনDog mader
উত্তরমুছুন