পরকীয়া প্রেম কোনো অপরাধ নয় - সুপ্রিম কোর্টের রায়

পরকীয়া প্রেম সম্বন্ধে ঐতিহাসিক রায় দিল ভারতীয় সুপ্রিম কোর্ট । সংবিধানের ৪৯৭ ধারার অন্তর্গত এই এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে পরকীয়া প্রেম কোনোভাবেই ফৌজদারি অপরাধ নয় ৷  আজ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির ডিভিশন্যাল বেঞ্চ এই রায় দিয়েছেন ৷
সুপ্রিম কোর্ট জানিয়েছে দু'জন প্রাপ্ত বয়স্কর মধ্যে শারীরিক সম্পর্ক কোনও সামাজিক আপরাধ নয় তাই এর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা হতেই পারেনা ৷ শীর্ষ আদালত রায়ের ভিত্তিতে জানিয়েছে কখনই পরকীয়া ঘঠিত কারণে স্বামী স্ত্রীকে দোষারোপ বা অভিযুক্ত করে কোনও শাস্তি দিতে পারবেন না ৷ তবে তার মানে এই নয় বিবাহিত জীবনে যে যার মত স্বেচ্ছাচারিতা করতে পারবেন তা নয় ৷ প্রতিটি মানুষরেই স্বাধীন ভাবে জীবন যাপন করার অধিকার আছে ৷
বিচারপতিদের মতে পরকীয়া প্রেম ডিভোর্সের অন্যতম কারন হিসাবে গন্য করা গেলেও দুই প্রাপ্ত বয়স্ক নারী -পুরুষের ভিতরের সম্পর্ককে কোনোভাবেই আইনের ভাষায় অপরাধ বলা চলে না । 
বিচারপতি নারমিন বলেন - " পরকীয়া প্রেমে একজনকে নির্যাতিতা এবং অন্যজনকে নির্যাতনকারী অপরাধীর আখ্যা দেওয়ার প্রাচীন নিয়মটি কোনোভাবেই যুগোপযোগী নয় " । ওনার মতে ৪৯৭ ধারার ব্যাভিচার আইন সংবিধানের ১৪ ও ১৫ নং ধারাকে লঙ্ঘন করে । 

২০১৭ সালের ডিসেম্বর মাসে একটি পিটিশান ফাইল করা হয় যেখানে বলা হয় - ব্যাভিচারের অপরাধে কেবল  পুরুষরাই সাজা পাবে কেন ? একই অপরাধের সমান ভাগী পরকীয়া সম্পর্কে জড়িয়ে থাকা নারীকেও করতে হবে  । 
এই জানুয়ারী মাসে সাংবিধানিক বেঞ্চের কাছে পিটিশানটি পেশ করা হয় ।প্রধান বিচারপতি দিপক মিশ্রের বেঞ্চ জানায় - পরকীয়া প্রেমকে " বিয়ের পবিত্রতা " রক্ষার দিক দিয়ে অন্যায় মনে করা হবে এবং প্রয়োজনে ডিভোর্স করানো হবে , কিন্তু কোনোভাবেই পরকীয়ায় লিপ্ত স্বামী বা স্ত্রীকে - এই কাজের জন্য সাজা দেওয়া চলবে না । 
পরকীয়া প্রেম কোনো অপরাধ নয় - সুপ্রিম কোর্টের রায় পরকীয়া প্রেম কোনো অপরাধ নয় - সুপ্রিম কোর্টের রায় Reviewed by Wisdom Apps on সেপ্টেম্বর ২৭, ২০১৮ Rating: 5

1 টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.