লটারীর টিকিটে কি GST দেওয়া উচিৎ ? কি বলছে কোলকাতা হাইকোর্ট ?


"লটারী" - বিক্রি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর আইন অনুযায়ী ট্যাক্স দিতে বাধ্য - জানালো  কোলকাতা হাইকোর্ট । 
সম্প্রতি হওয়া এক পিটিশনে লটারী যে ট্যাক্স মুক্ত তা নিশ্চিত করার জন্য হাইকোর্টের কাছে একটি অনুমতিপত্র চাওয়া হয় । 
কোর্টে দাখিল হওয়া পিটিশানে বলা হয় - লটারী বিক্রেতারা কোনো রকম অস্থাবর সম্পত্তি বিক্রেতার কাছে হস্তান্তর করে না , সম্পত্তির কোনো সুদ বা অংশও এই ব্যবসায় হস্তান্তর হয় না । তাহলে কোনোভাবেই এই ব্যবসাকে অন্য দ্রব্যাদী বিক্রির ব্যবসার সাথে তুলনা করা চলে না । Goods and Service Tax এর আইন অনুযায়ী ব্যবসায় হয় কোনো " দ্রব্যাদী " অথবা " সার্ভিস " বিক্রি করলে তবেই GST দিতে হবে , কিন্তু লটারী ব্যবসায়ীদের পিটিশনে বলা হয় লটারীর টিকিট কোনোভাবেই " সার্ভিস " বিক্রি করা নয় , এবং টিকিট গুলিকে " দ্রব্যাদি " বা অস্থাবর সম্পত্তি বলা চলে না  , তাহলে কেন লটারী টিকিট বিক্রিতে GST  দিতে হবে ? 
সম্পূর্ণ ব্যাপারটি বিবেচনা করে কোলকাতা হাইকোর্টের বিচারপতি পিটিশনটি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন ।  বিচারপতির মতে লটারীর টিকিট অস্থাবর সম্পত্তির একটি অংশ যা সম্পূর্ণ ট্যাক্সের আওতায় পড়ে । বিচারপতি এও উল্লেখ করেন যে সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি কেসে লটারি টিকিটকে অস্থাবর সম্পত্তি হিসাবে গন্য করা হয়েছে । এছাড়াও বিচারপতি খুব পরিস্কার করে জানিয়ে দেন ভারতীয় সংবিধান মেনেই Goods and Services Council তাদের সিদ্ধান্তগুলি গ্রহন করে । উক্ত কাউন্সিল অনেক বিচার বিশ্লেষণ করে তবেই লটারির টিকিটে ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে । এই সিদ্ধান্তকে সন্মান জানানো উচিৎ এবং সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে মাথায় রেখে লটারিকে 

লটারীর টিকিটে কি GST দেওয়া উচিৎ ? কি বলছে কোলকাতা হাইকোর্ট ? লটারীর টিকিটে কি GST দেওয়া উচিৎ ? কি বলছে কোলকাতা হাইকোর্ট ? Reviewed by Wisdom Apps on অক্টোবর ২১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.