কিভাবে অনলাইনে নতুন ভোটার কার্ড করতে বা ভোটারকেন্দ্র পরিবর্তন করতে আবেদন করবেন ?

কিভাবে করবেন শিখে নিন  - 
নতুন ভোটার হিসাবে নাম নথীভুক্ত করতে
বা আপনার ভোটারকেন্দ্র বদলাতে অনলাইনে আবেদন করতে পারবেন । কীভাবে করবেন জেনে নিন স্টেপ বাই স্টেপ 
প্রথমে নীচের লিঙ্ক দেওয়া আছে সেটায় ক্লিক করলে কেন্দ্র সরকারী ওয়েবসাইট http://www.nvsp.in এর নির্দিষ্ট ফরম ৬ -এর পৃষ্ঠা খুলবে । এই ফর্ম পেজে আপনার রাজ্য ,  জেলা , বিধানসভা সিলেক্ট করে নিজের নাম , সার-নেম, ভোটার কার্ড আছে এমন আত্মীয়র নাম লিখবেন ইংরাজী ও বাংলায় [ দুটি আলাদা ঘরে ] , এরপর আপনার জন্ম তারিখ , বর্তমান ঠিকানা , পার্মানেন্ট ঠিকানা , মোবাইল নাম্বার ও ইমেইল আইডি [ যদি থাকে ] লিখবেন । এর পর অন্যান্য আরো কিছু তথ্য  - যেমন - আপনি কোনোভাবে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা , কোথায় জন্মগ্রহণ করেছেন , আপনার পরিবারের সদস্যের ভোটার নাম্বার ইত্যাদি  দিয়ে ফর্ম ফিলাপ করবেন । সাবমিটের আগে আপলোড করবেন আপনার পাসপোর্ট সাইজের ছবি , সাথে জন্মের সার্টিফিকেটের স্ক্যান কপি বা অন্য যেকোনো জন্মের প্রমানপত্রের স্ক্যান কপি এবং আপনার ঠিকানার প্রমাপত্রের স্ক্যান কপি  । সব ঠিকঠাক ফিলাপ করার পর মিলিয়ে নিয়ে সাবমিট করে দিন । খেয়াল রাখবেন - নতুন ভোটার হওয়ার আবেদনের ক্ষেত্রে  অবশ্যই   
As a first time voter সিলেক্ট করা থাকবে । 
যদি আপনি পুরানো ভোটার হন এবং নিজের ভোটারকেন্দ্র বদলানোর জন্য আবেদন করছেন তাহলে এই অপশানে -  
due to shifting from another constituencyক্লিক করে নেবেন - 
বাকি সব একই । 
Direct Link to Govt Website - http://www.nvsp.in/Forms/Forms/form6?lang=en-GB
কিভাবে অনলাইনে নতুন ভোটার কার্ড করতে বা ভোটারকেন্দ্র পরিবর্তন করতে আবেদন করবেন ? কিভাবে অনলাইনে নতুন ভোটার কার্ড করতে বা ভোটারকেন্দ্র পরিবর্তন করতে আবেদন করবেন ? Reviewed by Wisdom Apps on আগস্ট ০৭, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.