আধার কার্ড কোথায় জমা দিতে আপনি বাধ্য আর কোথায় বাধ্য নন - জেনে নিন

একনজরে দেখে নিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আধার কার্ড কোথায় জমা দিতে আপনি বাধ্য - আর কোথায় জমা না দিলেও হবে 


কোথায় জমা দিতেই হবে - 
১। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতেই হবে এটা বাধ্যতামূলক । কোন ব্যাক্তি কত আয় করছেন সেটি সঠিক ভাবে বোঝার জন্য এটা প্রয়োজন

২। আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক । আগামী সময় থেকে আধার কার্ড না থাকলে কোনোভাবেই আয়কর জমা দেওয়া যাবে না ।

৩। সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা পেতে বা সরকারি কোনো ভরতুকি পেতে হলে আধার কার্ড আবশ্যিক ।

এবার দেখা যাক , আগে আবশ্যিক বলা হলেও কোর্টের অর্ডার অনুযায়ী কোথায় আধার কার্ড না দিলেও আর কোনো সমস্যা নেই । 

১। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় আধার নম্বর বাধ্যতামূলক নয় ।

২। মোবাইলের সিম কেনার সময় আধার কার্ডের জমা দেওয়া বাধ্যতামূলক নয় ।

৩। অনলাইনে কিছু কেনাকাটার সময় কোম্পানী আপনার আধার চাইতে পারবে না । চাইলেও সেটা অপশনাল অর্থাৎ আপনি দিতেও পারেন , নাও পারেন ।

৪। কোনো চাকরীর পরীক্ষা যেমন - নেট , জয়েন্ট এনট্রান্স - প্রভৃতির ফর্ম ফিলাপের সময় আধার বাধ্যতামূলক নয় ।

৫। স্কুলে ভর্তি করার সময় বাচ্চা বা বাবা মায়ের আধার কার্ড  বাধ্যতামূলক নয় ।

কোর্ট খুব স্পস্ট করে জানিয়েছে , বেসরকারি কোনো সংস্থা কোনোভাবেই আধার কার্ডের জেরক্স বা কার্ড নাম্বার জমা দেওয়ার দাবি করতে পারবে না  । 
আধার কার্ড কোথায় জমা দিতে আপনি বাধ্য আর কোথায় বাধ্য নন - জেনে নিন আধার কার্ড কোথায় জমা দিতে আপনি বাধ্য আর কোথায় বাধ্য নন - জেনে নিন Reviewed by Wisdom Apps on সেপ্টেম্বর ২৮, ২০১৮ Rating: 5

1 টি মন্তব্য:

  1. Betway Casino Resort Review - JT Hub
    Betway Casino Resort is a relatively new brand and 용인 출장안마 has been 김제 출장샵 around for a 원주 출장마사지 while now. They are one of the older online gambling sites that 춘천 출장마사지 I've come 군산 출장안마 to  Rating: 3.9 · ‎Review by JT Hub

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.