how to create account in banglarbhumi.gov.in- বাংলার ভূমি সাইটে কিভাবে একাউন্ট করবেন ? বাংলায় শিখুন ( ছবি সহ স্টেপ বাই স্টেপ )
শিখে নিন banglarbhumi.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন ও লগইন করার পদ্ধতি ( আর ভুল হবে না )
পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইট banglarbhumi.gov.in । বাংলারভূমি পোর্টাল অনলাইন মিউটেশন, ROR অনুরোধ এবং অনলাইনের মাধ্যমে আরও অনেক পরিষেবা দেওয়া হয়ে থাকে।
মনে রাখবেন নামের শেষে gov.in লেখা থাকলে সেই ওয়েবসাইটটি আসল ।
ওয়েবসাইটটি খুললে এইরকম দেখাবে -
ওয়েবসাইটের পরিষেবাগুলি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে নিজেকে নাগরিক হিসেবে পোর্টালটিতে রেজিস্টার করতে হবে।
আজ এই অর্টিকেলটির মাধ্যমে আপনি বাংলারভূমি পোর্টাল সম্বন্ধে নীচে দেওয়া বিষয়গুলি জানতে পারবেন,
👉বাংলারভূমি পোর্টালে রেজিস্টার ( Sign Up) করার পদ্ধতি
👉বাংলারভূমি পোর্টালে লগইন ( Login ) করার পদ্ধতি
এখন চলুন এই প্রতিটি পদ্ধতি Step by step বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
বাংলারভূমি পোর্টালে রেজিস্টার করার জন্য,
🌍 ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান ( https://banglarbhumi.gov.in ) লোড হতে একটু সময় নেবে । ধৈর্য ধরবেন ।
এবার বাংলারভূমি পোর্টালের মাথায় ‘Signup’ লেখায় ক্লিক করুন । দেখুন ছবিতে লাল তীরচিহ্ন দিয়ে বোঝানো আছে ।
☑️ আপনার সামনে এরকম একটি রেজিস্ট্রেশান ফর্ম খুলে যাবে। ( Public Registration Form )
এই ফর্ম পুরন করার আগে যে ব্যাপার গুলো খেয়াল রাখবেন -
1️⃣ আপনার নাম লিখবেন
2️⃣ আপনার কোনো মিডিল নেম থাকলে যেমন চন্দ্র , কুমার - সেটা বসাবেন
3️⃣ আপনার উপাধি বা সারনেম লিখবেন
4️⃣ গার্জেনের নাম লিখবেন
5️⃣ঠিকানা লিখবেন
6️⃣আপনি যদি ইটভাটার মালিক না হন তাহলে এখানে সিটিজেন সিলেক্ট করা আছে , ওটাই থাকবে ।
7️⃣ মিউনিসিপ্যালিটি থাকলে লিখবেন , আবশ্যিক নয়
8️⃣যেখানে থাকেন সেই থানা লিখবেন
9️⃣ জেলা লিখবেন
🔟 আপনার পিনকোড লিখবেন
১১➡️ এটা খুব গুরুত্বপূর্ণ । ইমেইল আইডি ঠিক করে বসাবেন । ঐ ইমেইলে সঙ্গে সঙ্গে একটা OTP পাঠাবে সেটা পাশের ঘরে ( ১২ ) লিখতে হবে ।
১৩➡️এটাও খুব গুরুত্বপূর্ণ - এখানে সঠিক ফোন নাম্বার বসাবেন যেটা আগে এই সাইটে ব্যবহার হয়নি এমন । মুহূর্তেই মোবাইল নাম্বারে OTP আসবে । পাশের ঘরে ( ১৪ ) ওটিপি বসাবেন । ওটিপি বারবার ভুল হলে রেজিস্ট্রেশান বাতিল হয়ে যাবে । ঠিক করে বসাবেন ।
১৫➡️ এবার পাসওয়ার্ড তৈরি করতে হবে । পাসওয়ার্ড মিনিমাম ৮ অঙ্কের হতেই হবে । পাসওয়ার্ডে ইংরাজি অক্ষর বড় হাতের ও ছোট হাতের , অন্তত একটি সংখ্যা ও একটি চিহ্ন ( @, + - এইধরনের ) দিতেই হবে ।
১৬➡️এই ঘরে আরেকবার পাসওয়ার্ড বসাতে হবে । দুই ঘরের পাসওয়ার্ড না মিললে রেজিস্ট্রেশন সফল হবে না । পাসওয়ার্ড কিন্ত দেখা যাবে কাজেই আগে থেকে ব্যবস্থা নেবেন ।
১৭➡️পাশে দেওয়া ক্যাপচা লেখাটা দেখে দেখে এই ঘরে লিখতে হবে ।
১৫ ➡️ সব ঠিকঠাক মনে হলে সাবমিট করে দিতে হবে ।
রেজিস্ট্রেশান সফল হলে আপনাকে ফেরত হোমপেজে নিয়ে যাবে । সেখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন । যদি দেখেন মাথার উপরে সাইন আপ বা লগিন লেখার বদলে Welcome - আপনার নাম দেখাচ্ছে এবং Log Out লেখা আছে তাহলে আপনার রেজিস্ট্রেশান সফল এবং আপনি সাইটে প্রবেশ করে গেছেন -
নাহলে আপনাকে লগিন করতে হবে -
কিভাবে লগিন বা সাইন ইন করবেন ?
হোম পেজে এসে SIGN IN - এ ক্লিক করুন
এরকম একটি পেজ আসবে , এখানে
1️⃣ আপনার মোবাইল নাম্বার বসান এটাই আপনার ইউসার নেম
2️⃣ যে পাসওয়ার্ড টা বানিয়েছিলেন সেটা বসান
3️⃣ উপরে দেওয়া ক্যাপচা দেখে দেখে বসান
4️⃣ সব ঠিক হলে লগিন বোতামে ক্লিক করুন
✅ লগিন সফল হলে পেজের মাথায় Welcome - আপনার নাম দেখাবে এবং লগ আউট লেখা দেখাবে
লগিন হয়ে যাওয়া মানে আপনি এই ওয়েবসাইটের সিটিজেন পরিষেবা গুলো নিজেই ব্যবহার করতে পারবেন । সিটিজেন পরিষেবায় ক্লিক করলে এইরকম অপশন পাবেন - ইচ্ছামত বেছে নিয়ে কাজ করতে পারেন -
সিটিজেন সার্ভিসে ক্লিক করলে এরকম অপশন দেখাবে । প্রয়োজন মতো বেছে নিতে হবে ।
এই পরিষেবাগুলির মধ্যে কয়েকটির মধ্যে রয়েছে জমির মিউটেশন, কনভার্সন , ওয়ারিশ , প্লট তথ্য , প্লট ম্যাপ , খাজনা , ডিউ সারটিফিকেট বের করা, ইত্যাদি।
➡️বাংলারভূমি পোর্টাল রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু প্রশ্নাবলী
বাংলারভূমি পোর্টালে রেজিস্ট্রেশান করতে কি টাকা লাগে ?
না , এই সাইটে সাইন আপ বা রেজিস্ট্রেশান করতে কোনো টাকা লাগে না । কিন্ত বিভিন্ন পরিষেবা পেতে টাকা পেমেন্ট করতে হয় ।
বাংলারভূমি পোর্টালে রেজিস্ট্রেশান করতে কি আধার কার্ড লাগবে ?
না , ভারতীয় সিটিজেন হওয়ার যে কোনো বৈধ প্রমান কাছে রাখবেন , সাধারণত একটা ভ্যালিড ইমেইল আর একটা মোবাইল নাম্বার থাকলে আর কিছু লাগে না ।
বাংলারভূমি পোর্টালে Citizens Services অপসনটি কীভাবে পাবেন?
আপনাকে বাংলারভূমি পোর্টালে নিজেকে SIGN UP করতে হবে এবং SIGN IN করতে হবে। তাহলেই আপনি Citizens Services অপসনটি দেখতে পেয়ে যাবেন।
বাংলারভূমি পোর্টাল ব্যবহার করার জন্য কি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক?
বাংলারভূমি পোর্টালের বেশিরভাগ পরিষেবার জন্য আপনাকে একজন নাগরিক হিসাবে নিজেকে রেজিস্টার করতে হবে।
কোন মন্তব্য নেই: